বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

 

বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh Air Force Job Circular 2021                                                   

           Bangladesh Air Force Job Circular 2021




বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত পদে নারী  এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে এই চাকরিতে । আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যোগ্যতা  ও  আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Position name : ৮৬ তম BAFA কোর্সে অফিসার ক্যাডেট পদে নিয়োগ (অফিসার ক্যাডেট)

বয়স : 20 থেকে 30 বছর ( 1 জানুয়ারি 2022  তারিখে )
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখ : ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন
প্রশিক্ষণকালীন বেতন : প্রশিক্ষণকালীন মাসিক বেতন ১০০০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া : প্রার্থীকে www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটের  মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শুরুর সময়: আবেদন করা যাবে ২৬ অক্টোবর ২০২১ তারিখ থেকে।

আবেদনের সর্বশেষ সময় ২৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত   

              বিস্তারিত অফিসাল বিজ্ঞাপনে দেখুন 



 

Post a Comment

0 Comments